কুমিল্লার লাকসামে তানভীর হোসেন তাসফির (১০) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। সে উপজেলার উত্তরদা ইউনিয়নের আতাকরা মিয়াজি বাড়ির ফল ব্যবসায়ী সাইফুল ইসলামের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, তানভীর হোসেন তাসফির আতাকরা হামিদিয়া নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। গত বুধবার সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। নিখোঁজের দুইদিন অতিবাহিত হওয়ার পরও তার সন্ধান মেলেনি। এ বিষয়ে লাকসাম থানায় নিখোঁজ ডাইরী করা হয়েছে। (লাকসাম থানার জিডি নং- ১১৯৮, তারিখ: ৩০/০১/২০২০ইং)
নিখোঁজ তানভীর হোসেন তাসফিরের সন্ধান পেলে লাকসাম থানা অথবা নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন পরিবারের সদস্যরা।
যোগাযোগ: ০১৮১৬-৩৪১২৪০ (পিতা সাইফুল ইসলাম) ০১৭৫৮-৪০৮০৩৩ (চাচা ফরহাদ হোসেন)
