BIID এক্সপোজিশন-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

BIID এক্সপোজিশন-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল গতকাল। BIID Exposition 2018 এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু,বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ সচিব ড: আহমদ কায়কাউস এবং চাঁদপুরের গর্ব বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অন্তর্গত পাওয়ার সেলের ডিরেক্টর জেনারেল প্রকৌশলী মোহাম্মদ হোসাইন । বর্তমান সরকারের বিদ্যুৎ খাতে অভাবনীয় সাফল্য যার হাত ধরে এসেছে,তিনি হলেন আমাদের চাঁদপুরের সন্তান জনাব প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।‘শাহরাস্তি-হাজিগঞ্জের অসংখ্য সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ সবাই বর্তমান সরকারের সফলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।