রফিকুল ইসলাম বাবু ॥ র্যাব ১১ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, নির্বাচনকে ঘিরে চাঁদপুরে কোন সন্ত্রাসী কর্মকান্ড বা নাশকতা ও জঙ্গি হামলার কোন সম্ভাবনা নেই। চাঁদপুর জেলার পাঁচটি নির্বাচনী এলাকাই আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। র্যাব কর্মকর্তারা আরো জানান, চাঁদপুরে ১৮ প্লাটুন র্যাব নিয়োজিত করা হয়েছে, যারা ষ্ট্রাকিং ফোর্স হিসেবে কাজ করবেন। এক প্রশ্নের জবাবে কর্মকর্তারা জানান, যতদিন প্রয়োজন ততদিনই র্যাব চাঁদপুরে অবস্থান করবে। শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের ফয়সাল শপিং কমপ্লেক চত্বরে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে ব্রিফ করেন র্যাব-১১ এর উপ-অধিনায়ক ও চাঁদপুর জেলার কমান্ডার মেজর আশিক বিল্লাহ। এসময় র্যাব কর্মকর্তা মেজর মাকছুদ ও এএসপি প্রণব কুমার দাসও উপস্থিত ছিলেন।
